মো. আবিদুর রহমান। এতে বলা হয় আগামী ২০ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এখানকার মোট ভোটার ৩৯৯ জন। নির্বাচনে উপজেলা কমান্ডের বিভিন্ন পদে ১১ জন নির্বাচিত হবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ১০ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, ১১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৩ এপ্রিল প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ১৬ এপ্রিল আপিল নিষ্পত্তি, ১৭ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার, ১৮ এপ্রিল চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ২৭ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২০ মে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই এ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করছে। দীর্ঘ দিন পরে হলেও নির্বাচন হওয়ায় তারা বেশ খুশি।
এদিকে গতকাল বুধবার (৫ এপ্রিল) দুপুরে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে রিটানিং কর্মকর্তা ও
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক মো. আবিদুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
Leave a Reply