আগামী ১২ জুন ২০২৩ইং বহুল প্রত্যাশিত কক্সবাজার সদর পৌরসভা নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত সোমবার নির্বাচন কমিশনের ১৭তম বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোঃ জাহাংগীর আলম ।ইসি সচিব জানান, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পার্শ্ববর্তী জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে গত সোমবার কক্সবাজার পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষনার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নিজেদের প্রার্থী ঘোষনা করতে শুরু করেছেন।এর মধ্যে কক্সবাজার পৌরসভার প্রথম চেয়ারম্যান এ কে এম মোজাম্মেল হকের বড় পুত্র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ নিজেকে মেয়র পদে লড়ার ঘোষনা দিয়েছেন।এর আগে ২০১৮ সালের ২৫ জুলাই কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়েছিলেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবর রহমান,বিএনপির মনোনিত প্রার্থী জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী রুহুল আমিন সিকদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোঃ জাহেদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আনোয়ার সহ পাঁচজন ও ১২টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।৩৯টি কেন্দ্রের স্থায়ী ২২৪টি ও অস্থায়ী ১১টি কক্ষে ৮৩ হাজার ৭২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ৪৪ হাজার ৩৭৩ জন ও নারী ৩৯ হাজার ৩৫৫ জন।ওই নির্বাচনে ৩৯ জন প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে ২২৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪৪৮ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করেন।
Leave a Reply