কক্সবাজারের রামুর চাকমারকুলে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো.নেজাম উদ্দিন(২৬)নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত রবিবার(২ এপ্রিল)বিকেল সাড়ে ৪টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের সার্বিক তত্বাবধানে এ অভিযান চালানো হয়।আটক মোঃনেজাম উদ্দিন রামু চাকমারকুল ২নং ওয়ার্ডের নয়াচর পাড়া এলাকার আমির হোসেনের পুত্র।
উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম রামুর চাকমারকুল ১ নং ওয়ার্ডের কলঘর বাজারের দক্ষিণ পাশে ফয়েজ এন্ড বাদার্স এর দোকানের সামনে থেকে ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়েছে।আটককৃত আসামির বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে রামু থানায় মামলা দায়ের করেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply