ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধ ইটভাটা বন্ধ
করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আবিদুর রহমানের নেতৃত্বে
ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলার চামুর্থা গ্রামে বিবিবি (পূর্বের নাম এমবিবি) নামক ইটভাটাটি বন্ধ করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান জানান, লাইসেন্স না থাকায় এবং কাঠ পোড়ানোর অপরাধে বিবিবি নামক অবৈধ, অনুমোদনহীন ইটভাটাটির কার্যক্রম ফায়ার সার্ভিসের জলকামান দিয়ে নিভিয়ে দেওয়া হয়েছে। বন্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় স্কেভেটের দিয়ে এই অবৈধ ইটভাটার চুল্লিও ভেঙে ফেলা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপপরিচালক রুবেল মাহমুদ, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত মৌসুমে উচ্চ আদালতের আদেশে এই ইটভাটাটি দুইবার বন্ধ করে দেওয়া হলেও কখনোই তা বন্ধ হয়নি। ভ্রাম্যমান আদালতের অভিযানের কিছুদিন পর আবারও ইটভাটাটি চালু করা হয়। চলতি মৌসুমে উচ্চ আদালতের আদেশ অমান্য করে, অপকৌশলের আশ্রয় নিয়ে এমবিবি
নাম পরিবর্তন করে বিবিবি নামে অবৈধ ইটভাটাটি পুরোদমে চালু করেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply