কক্সবাজারের রামুতে বাংলাদেশের সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ২৭টি গরু জব্দ করেছিলো বিজিবি।গত শনিবার (১এপ্রিল) বিকেলে ৩০ বিজিবির চেরাং ঘাটাস্থ ক্যাম্পে জব্দকৃত গরু গুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে ১৪৭ জন অংশ গ্রহণকারী গরু ব্যবসায়ীদের মধ্যে সূজন নামে এক গরু ব্যবসায়ী সর্বোচ্চ ডাককারি হওয়ায় তাকে গরু গুলো প্রদান করা হয়।বালুখালী কাস্টম চেক পোস্ট ও সুল্ক গুদামের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সৈয়দ আবু রাসেল এসব তথ্য জানান।এসময় উপস্থিত ছিলেন, ৩০ বিজিবির সহকারী পরিচালক জসিম উদ্দিন,৩০ বিজিবির অধিনস্থ চেরাং ঘাটা ক্যাম্প ইনচার্জ শাহ আলম।
রামু চেরাংঘাটাস্থ বিজিবির ক্যাম্প ইনচার্জ শাহ আলম জানান,গত বৃহস্পতিবার ও শুক্রবার হাইটুপী এবং রাজারকুল দেয়াং পাড়া এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ২৭ টি গরু জব্দ করা হয়।তিনি আরো জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে মায়ানমার ইন্ডিয়া ও থাইল্যান্ডের গরু চোরাই পথে সংঘবদ্ধ একটি চক্র গর্জনিয়া ও নাইক্ষ্যংছড়ি এলাকার থেকে রামু সদরে নিয়ে আসার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গরু গুলো জব্দ করতে সক্ষম হই।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply