“রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন ” এই শ্লোগান কে সামনে রেখে বরগুনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ পালিত হয়েছে।
রবিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুব্রা দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনিশ কৃর্তুনিয়া, ডাক্তার বর্না তরুণীমা, সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃরশিদ, এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মৃধা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুনাহার মুন্নি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিনিধি সঞ্জয় মিত্র, ডঃ মনিজা, চ্যানেল আই প্রতিনিধি হাসান ঝন্টু,বরগুনা জেলা প্রেসক্লাবের সভাপতি তালুকদার মোঃ মাস্উদ প্রমুখ।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। বরগুনা জেলায ৩০ জন শিশু প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র তালিকায় রয়েছে।
এ সময় বক্তরা বলেন অটিজম শিশুরা আমদের সমাজের বোঝা নয়, সহযোগিতা করলে তারা দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply