কক্সবাজারে সাংবাদিক নামধারী ও বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতা সোহেল এবং তার সহযোগীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে কক্সবাজার মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।গত বুধবার (২৯ মার্চ) বিকেলে শহরের লালদিঘির পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ডিএনসি’র পরিদর্শক জীবন বড়ুয়া।গ্রেপ্তারকৃতরা হচ্ছে, কুতুবদিয়া উপজেলার পশ্চিম আমজাখালীর মৃত ছৈয়দ নুরের পুত্র মোঃ আলী হোসেন (৫০) ও আলী আকবর ডেইল ১নং ওয়ার্ডের মৃত নুরুল হুদার পুত্র কামরুল হুদা সোহেল (৩৮) উরফে ডিম সোহেল।ডিএনসি’র পরিদর্শক জীবন বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালদিঘির পাড় সোনালী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে আলী হোসেনের দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসময় তার মাদক কারবারের সহযোগী সোহেল পালানোর চেষ্টাকালে তাকেও গ্রেফতার করা হয়।আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা সহ আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ধৃত সোহেল বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা ও দৈনিক স্বাধীন সংবাদ নামক একটি পত্রিকার জেলা প্রতিনিধি পরিচয়ে দ্বীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতাদের সফর সঙ্গী হয়ে ইয়াবা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।সে গত বছর মরিচ্যা চেকপোস্টে ৭০ হাজার ইয়াবাসহ আটক জামায়াতের ক্যাডার পিয়ারুর মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে জানা যায়।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply