মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫-০৩-২০২৩) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে লেবু, পেয়ারা, জাম্বুরা, ফলদ চারা,বীজ ও প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ডিএই উপপরিচালক ড. আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরীফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান, রুকাইয়া শারমিন, বিআরডিবি চেয়ারম্যান মনির হোসেন মোড়ল প্রমুখ।
এছাড়াও উপজেলার নাগেরহাটে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় ২৫ জন কৃষক নিয়ে এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়। এবং বেজগাওয়ে ১’শ জন কৃষক কৃষাণী নিয়ে সরিষা ফসলের উপর মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply