কক্সবাজারের চকরিয়ায় গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কাই দুই মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেছেন ।গতকাল বুধবার(১৫মার্চ) সকাল পৌনে ৯টার সময় উপজেলার বরইতলী ইউনিয়নের আমতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বান্দরবান জেলার লামা উপজেলার আমতলীপাড়া গ্রামের মোঃআরমান শাকিল (২৪) ও খুরপাইনঝিরি গ্রামের মোঃ ইসমাইল ছিদ্দিকী (৩৫)।
নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার সকাল পৌনে ৯টার সময় আরমান শাকিল ও ইসমাইল ছিদ্দিকী চকরিয়া থেকে লামার ফাইতংয়ে যাচ্ছিলেন। পথে লামা উপজেলার আমতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৌঁছালে গ্রীনলাইন পরিবহনের কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানান, সুরাতহাল প্রতিবেদন তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত স্বজনদের সাথে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply