গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোনো পদ্ধতি চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হবেই। এ ক্ষেত্রে আমাদেরও কিছু সমস্যা হচ্ছে। আগামী বছর থেকে অন্যান্য দেশের মতো সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি ভর্তি পরীক্ষা হবে বলে জানান শিক্ষা মন্ত্রী। জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে।
ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ ও নতুন আবিষ্কারে উৎসাহিত করতে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজ্ঞান মেলা-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। এ সময় মন্ত্রী আরো বলেন, র্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে র্যাগিং বন্ধ করার চেষ্টা চলছে। অন্যান্য সামাজিক সমস্যার মতোই র্যাগিং একটি সমস্যা। শুধু আইন করে বা শিক্ষকদের দিয়ে বন্ধ করা যাবে না। র্যাগিং বন্ধে এর বিরুদ্ধে সামাজিক, পারিবারিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশ্বের অনেক জায়গায় এখনো র্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারও কাম্য নয়। র্যাগিং বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে। মন্ত্রী তার বক্তব্যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজার ভুয়সী প্রশংসা করেন।
এর আগে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন অ্যাডঃ আঃকঃমঃ সরওয়ার জাহান বাদশা এমপি, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রসায়নবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী প্রফেসর ড. শরীফ এনামুল কবির সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাবেক সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বিজ্ঞানী প্রফেসর ড.মো: মাহাবুবুল আলম জোয়ার্দার উপ-উপচার্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, জ্বীনতত্ববিদ ও স্বাধীনতা পদক প্রাপ্ত বিজ্ঞানী প্রফেসর ড.হাসিনা খান অধ্যাপক প্রাণরসায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ও ফ্যালো বাংলাদেশ বিজ্ঞান একাডেমি প্রফেসর ড.মো: মশিউর রহমান উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে দৌলতপুর কলেজে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের নানা উদ্ভাবনী প্রদর্শনী করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য পরিবেশিত হয়।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply