“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার কুষ্টিয়া জেলায় উদযাপন করা হয় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩। এ উপলক্ষে কুষ্টিয়া ডিসি কোর্ট প্রাঙ্গন থেকে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া জনাব আ. ন. ম. আবুজর গিফরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, কুষ্টিয়া মো: আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোছা: শারমিন আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া এর কর্মকর্তাগণ।
প্রধান অতিথি জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার বাজারে কোন অসাধু ব্যবসায়ী মূল্য বৃদ্ধি করে মানুষ কে হয়রানি করতে না পারে সেই দিকে কুষ্টিয়া ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে বলেন। নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট করে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার ঘোষনা দেন।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply