বাংলাদেশের বহুল সমালোচিত ও আলোচিত সামাজিক মাধ্যমের জনপ্রিয় অভিনয় শিল্পি আশরাফুল আলম অরফে হিরো আলম সংযুক্ত আরব আমিরাত দুবাইতে গিয়েছেন।
গতকাল ১৩-০৩-২০২৩ একটি ফ্লাইটে করে দুবাই যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম পোস্ট ও করেছিলেন। পোস্টের মাধ্যমে জানা যায়, তিনি দুবাইতে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করবেন। পোস্টটি ছিলো এইরুপ “আজ দুবাই আসতেছি ওয়ার্ল্ড ফেমাস গোল্ড মার্কেট প্লেইস দুবাইয়ে ১৫ মার্চ আরাফ জুয়েলারি শপ উদ্বোধন অনুষ্ঠানে। শপ নাম্বার ১৬ বিল্ডিং নং ৫ হিন প্লাজা নিউ গোল্ড শপ দুবাই”।
ফেসবুক পোস্টে আরও দেখা যায় তিনি যাদের আমন্ত্রণে দুবাই গিয়েছেন তাদের বাড়ির সুইমিংপুলে গোসল করছেন। খুব মজা মাস্তি করছেন দুবাই গিয়ে
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply