মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সকাল মঙ্গলবার (১৪-০৩-২০২৩) মেহেরপুর মুজিবনগর সড়কের নতুনগ্রাম নামক স্থানে রাস্তার পাশে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুইজন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে রাহিদুল ইসলাম (২৩) ও আজমত শেখের ছেলে বিজন হোসন (২০)। রাহিদুল যশোর জেলা আনসার সদস্য এবং বিজন মুজিবনগর ডিগ্রী কলেজের মানবিক ২য় বর্ষের ছাত্র।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সকালে হাটতে গিয়ে এলাকাবাসী নতুনগ্রামের একটি বাশঝাড়ে বিধ্বস্ত মোটরসাইকেল দেখতে পায়। পরে সেখান থেকে বেশ কিছুদুরে ২টি মরদেহ দেখতে পায়। থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, রাহিদুল ছুটি শেষে তার কর্মস্থল যশোর আনসার কার্য্যালয়ে ফিরবে বলে রাতে বাড়ি থেকে বের হয়েছিল। একই গ্রামের বিজন চুয়াডাঙ্গা রেল স্টেশনে রাহিদুলকে এগিয়ে দেবার জন্য সাথে যাচ্ছিল। পরে তাদের সাথে আর যোগাযোগ হয়নি।
ইতিমোধ্য স্থানটি পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার (মেহেরপুর সার্কেল) আজমল হোসেন। তিনি জানান প্রাথমিক ভাবে ধা্রনা করা হচ্ছে দূ্রতগতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনাটি ঘটেছে। মরদেহের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply