আজ, শা’বান 22(১৪-০৩-২০২৩ ইং) মঙ্গলবার, মসজিদ আল হারামের নেতৃত্ব শেখ আবদুল রহমান আল সুদাইসের 40 বছর পূর্ণ হয়েছে। শেখ সুদাইসকে 22 বছর বয়সে ইংরেজি 1984 ও হিজরি 1404 সালে দুই পবিত্র মসজিদের প্রয়াত তত্ত্বাবধায়ক রাজা ফাহাদ বিন আবদুল আজিজ কর্তৃক জারি করা রাজকীয় ডিক্রি দ্বারা মক্কার মসজিদ আল হারামের ইমাম হিসাবে নিযুক্ত করা হয়েছিল। শেখ সুদাইস 22 শা’বান 1404 হিজরি ও ইংরেজি 1984 সালের মে মাসে তার প্রথম সালাত পরিচালনা করেন। হারামে তার প্রথম সালাত ছিল আসরের নামাজ।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply