1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
লৌহজং প্রেস ক্লাবের ৩য় বর্ষ পূর্তিতে নানান আয়োজন পদ্মা সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়াল লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল মৌলভীবাজারে চার দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন বাউফলে চাচার হাতে ভাতিজা খুন, আসামী গ্রেপ্তার, ফাঁসির দাবিতে মানববন্ধন রৌমারী ও চর রাজিবপুরের ২৫ গ্রামের মানুষ পানিবন্ধি ঝিনাইদহে ৪ দফা দাবী আদায়ে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি বিলকিস ও প্রশিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ অনিয়মের অভিযোগ প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়ে কাপে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

টি২০ বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইংল্যান্ড। ২০ ওবারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে বাংলাদেশ।  ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৪২ রান তুলে ইংল্যান্ড।

ব্যাট করতে নেমে আদিল রশিদের বলে ক্যাচ আউট হন রনি তালুকদার। ১৭ রানে জীবন পাওয়া বাংলাদেশ ওপেনার থামেন ২৪ রানে, ৫৫ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি। প্রথম ১০ ওভারে উঠেছে ৭৭ রান। ১৩তম ওভারে ১০০ রান করে বাংলাদেশ। পরের ওভারে জীবন পান লিটন, আর্চারের বলে। এবার তুলে মেরেছিলেন লিটন, মিড উইকেট থেকে বাঁদিকে ছুটে বলের নিচে ভালোভাবেই গিয়েছিলেন বেন ডাকেট। তবে সহজ ক্যাচ ফেলেছেন তিনি।

লিটন জীবন পেয়েছেন ৫১ রানে।  ৫১ রানে জীবন পাওয়া লিটন থামেন ৭৩ রানে, ক্রিস জর্দানের বলে।  ১৫ ওভার শেষেও বাংলাদেশের স্কোর ছিল ১৩১ রান। তবে ২০ ওভারে তারা থামে ১৫৮ রানেই। শেষ ৫ ওভারে এসেছে মাত্র ২৭ রান। নাজমুল হাসান শান্ত শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ৪৭ রানে। সাকিব ৬ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি।

১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই হোচট খায় ইংলিশরা, প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন ডেভিড ম্যালান, এক বল পরই অভিষেক বোলার তানভীরের শিকার হন ফিল সল্ট। প্রথম ওভারেই প্রথম আন্তর্জাতিক উইকেটের দেখা পেয়ে যান তানভীর।  ৪৩ বলে হাফসেঞ্চুরি করেন মালান। মুস্তাফিজের বলে ৫৩ রানে থামে মালানের ইনিংস। ম্যালান আউট হওয়ার ঠিক পরের বলে আউট বাটলারও, মোস্তাফিজের লেংথ বলটা পয়েন্টে খেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন বেন ডাকেট, সাড়াও দিয়েছিলেন বাটলার। তবে মিরাজের সরাসরি থ্রোয়ে ভেঙেছে স্ট্যাম্প। ইংল্যান্ড অধিনায়ক থেমেছেন ৩১ বলে ৪০ রান করে।

১৭তম ওভারে তাসকিন বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন ম্যাচ। একই ওভারে মঈন ও ডাকেটকে আউট করেন তিনি। ১০ বলে ৯ করে মঈন ডিপ মিড উইকেটে ক্যাচ দেন মিরাজের হাতে। ফুল ডেলিভারিতে ১১ বলে ১১ রান করা ডাকেটের স্টাম্প উড়িয়ে দেন।

পরের ওভারে মোস্তাফিজ খরচ করেন মোটে ৫ রান। এরপর ১৯তম ওভারে ৪ রান দিয়ে সাকিব সাজঘরে পাঠান স্যাম কুরানকে। শেষ ওভারে ২৭ রানের কঠিন সমীকরণ মেলানো হয়নি ক্রিস ওকস ও ক্রিস জর্ডানের। প্রথম দুই বলেই চার হজমের পর তরুণ পেসার হাসান মাহমুদ নিজেকে সামলে নেন। পরের চার বলে মাত্র ২ রান দিয়ে উল্লাসে মাতান বাংলাদেশকে। জয় নিশ্চিত করে ইংলিশদের হোয়াইট ওয়াশ করেন বাংলার টাইগাররা।

উল্লেখ্য, সিরিজসেরার পুরস্কার জেতেন তরুণ বাহাতি ব্যাটার নাজমুল হাসান শান্ত। তিন ম্যাচে এক হাফসেঞ্চুরিসহ ১২৭.৪৩ স্ট্রাইক রেটে সর্বমোট ১৪৪ রান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park