ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি সিরিজে ব্যাট করতে নেমে ১৫৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
এর আগে দুপুরে টস করতে নেমে টসে হেরে যায় বাংলাদেশ। ইংল্যান্ড টসে জিতে যায় তবে তারা ব্যাটিং না নিয়ে বলিং নেন।
টস হেরে ওপেনিং ব্যাট করতে নামেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। তাদের ওপেনিং জুটি দূর্দান্ত শুরু হয় দলীয় ৫৫ রান, ব্যাক্তিগত ২৪ রান ও ৭ওবার ৩ বলের সময় আদিল রশিদের বলে ক্যাচ আউট হোন রনি তালুকদার। তারপর লিটন শান্তর সাথে জুটি করেন দুজন মিলে রানের সংগ্রহ টা বেশ হয়। লিটন ১৬.৬ ওভারের সময় ক্রিস জর্ডানের বলে ক্যাচ আউট হোন। আউট হওয়ার আগে ৫৭ বল খেলে ৭৩ রান করেন। শান্ত করেন ৩৬ বলে ৪৭ রান ও সাকিব ব্যাটিংয়ে নেমে করেন ৬ বলে ৪ রান। ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ হয় ১৫৮ রান।
© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪
Leave a Reply