মুন্সীগঞ্জ দুই আসনের (লৌহজং-টঙ্গীবাড়ি) সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চতুর্থ বারের মতো করোনা পজিটিভ হলেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার।
আগামীকাল ২৫জুন সকাল ১০টায় পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম সুধী সমাবেশ করে ফিতা কেটে পদ্মা সেতু উদ্বোধন করবেন। মাওয়া প্রান্তের এমপি হওয়ায় তার গুরুত্ব ছিলো অনেক। কিন্তু মহামারী নভেল করোনা ভাইরাস যেনো তার পিছু ছাড়ছেই না। এই পর্যন্ত এই সাংসদ চারবার করোনায় আক্রান্ত হলেন।
লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার জানান, আমাদের প্রিয় নেত্রী মুন্সিগঞ্জ দুই আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলী আপা কোভিড-১৯ টেস্টে পজেটিভ হয়েছে। করোনা পজিটিভ হওয়ার কারণে আগামীকাল বাংলাদেশের স্বপ্ন পূরণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারছে না আমাদের প্রিয় নেত্রী। সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন কোভিড-১৯ কে জয় করে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেত্রী লৌহজং-টঙ্গীবাড়ি উপজেলার সকল নেতাকর্মীদের পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব ও জনসভাসহ পদ্মার দুই প্রান্তে স্বতস্ফূর্তভাবে প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।