মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ ইসলামি শ্রমিক আন্দোলন লৌহজং উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ১৭ জুন শুক্রবার সকাল ১০টায় লৌহজং ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন”র কমিটি ঘোড়দৌড় বাজারস্থ কার্যালয়ে গঠন করা হয়। ইসলামী শ্রমিক আন্দোলন’র মুন্সীগঞ্জ জেলা কমিটি ও লৌহজং উপজেলা শাখা ইসলামী আন্দোলন’র নের্তৃবৃন্দের উপস্থিতিতে ও তাদের পরামর্শক্রমে মোঃ নুরুল ইসলাম ফরাজীকে সভাপতি ও আ স ম আবু তালেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ মুজাহিদ কমিটি ও ইসলাম প্রিয় লোকজন ইসলামী শ্রমিক আন্দোলনের লৌহজং উপজেলা কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।