স্থানীয়রা জানান, ওই গ্রামের কয়েকটি পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছিল। রাতে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে একই পরিবারের চারজন মাটিচাপায় মারা যান।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুতফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান দুটি ঘরে একই পরিবারের ৮ জন লোক বাস করতো। এর মধ্যে ৪ জন মারা গেছে। বাকি ৪ জন সামান্য আহত হয়েছেন।