মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (২৬শে মার্চ ২০২২) সকাল হতে রাত পর্যন্ত নানান কর্মসূচী পালিত হয়। সর্বপ্রথম সকাল ০৮:০০ ঘটিকায় শুদ্ধরূপে জাতীয় সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গালর্স গাইড, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের এবং শিশু কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠান হয়।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওসমান গণী তালুকদার,ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল তায়াবীর।
ইউএনও আব্দুল আউয়াল প্রদর্শনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অত্র উপজেলার সকল দপ্তর প্রধান ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবং রাতে উপজেলা পরিষদের মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উৎযাপন পরিসমাপ্তি হয়।