সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয়ের মন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশ সফরে এসেছেন। গতকাল বুধবার ১৬ মার্চ বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক শেষে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ভালো খবর হচ্ছে এখন থেকে সৌদি আরবগামী বাংলাদেশিদের সৌদি অংশের ইমিগ্রেশনের সকল কার্যক্রম ঢাকায় সম্পন্ন হবে। ফলে ভোগান্তি অনেকাংশেই কমে যাবে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে তার সরকার। এতে বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্থ হবে না।
বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা বিষয়ক একটি স্মারক সই হয়। এছাড়া দুই দেশের মধ্যে শুল্ক সহযোগিতা নিয়ে অনুষ্ঠিত হয় চুক্তি সই। এরফলে সৌদি বড় ২০টি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে বাংলাদেশের সাথে কাজের ক্ষেত্রগুলো আরো সম্প্রসারণ করার আগ্রহের কথা জানান বিশেষ করে নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে।
বাংলাদেশে একদিনের সফর শেষে বিকালেই সৌদি আরব ফিরেন ফয়সাল বিন ফারহান আল সৌদ।