মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরষ্কার পেলেন লৌহজং থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর । ১৪ মার্চ জেলা পুলিশ মুন্সিগঞ্জের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ ভূমিকা পালন করে সফলতা অর্জনকারী পুলিশ সদস্যদের মনোনীত করে এ পুরষ্কার প্রদান করেন।
জেলা পুলিশ সুপার আবদুল মোমেন নিউজ বায়ান্ন ২৪ কে বলেন বছরব্যাপী আমরা শ্রেষ্ঠ ওসি বা অন্যান্য পুলিশ সদস্যদের তাদের কাজের সফলতার উপর ভিত্তি করে পুরষ্কৃত করে থাকি। যারা দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে উত্তম ভূমিকা পালন করেন তাদের কাজের উদ্দীপনা আরও বাড়াতে এই পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার প্রাপ্তির পর লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর নিউজ বায়ান্ন ২৪ কে বলেন, আসলে পুরষ্কার পাওয়া সৌভাগ্যের ও আনন্দের বিষয়। আমার সার্বিক কাজের সফলতার অংশ হিসেবে আমি এই পুরষ্কারে ভূষিত হই। লৌহজং থানার আইনশৃঙ্খলা রক্ষার্থে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় লৌহজং থানা পুলিশ সদা সচেষ্ট। লৌহজং থানার সকল শ্রেণির লোকেরা সমান অধিকার ও সেবা পাবে বলে নিশ্চয়তা প্রদান করছি।
উল্লেখ্য এদিন শ্রেষ্ঠ এসআই’র পুরষ্কার পান লৌহজং থানার এসআই আব্দুর রশিদ ।