স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রতিযোগিতায় লৌহজংয়ের ইউনুছ খান মেমোরিয়াল কলেজের সফলতা
মহান স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে ঢাকা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে সফলতা পেয়েছেন ইউনুছ খান মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা। মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবস্থিত ইউনুছ খান মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী কেয়ামনি আক্তার (মানবিক ) কুইজ প্রতিযোগিতায় প্রথম এবং মাহমুদুল হাসান শিমুল (বিজ্ঞান ) রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে পুরুস্কার পেয়েছেন।
তথ্য সূথে জানা যায় ১২ই মার্চ, ২০২২ ঢাকা শিল্পকলা একাডেমিতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত কুইজ, সঙ্গীত, নৃত্য, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শামুরবাড়ী ইউনুছ খান খান মেমোরিয়াল কলেজ উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে।
এছাড়া প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থী কেয়ামনি আক্তারকে পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কেয়ামনি আক্তার নিউজ বায়ান্ন ২৪ কে বলেন, উজ্জল ভবিষ্যতের জন্য পরিশ্রম করে লেখা-পড়া করে সাফল্য অর্জন করার চেষ্টা করছি। প্রতিষ্ঠানের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আমাকে স্বপ্ন দেখায়। আপনারা সবাই দোয়া করবেন যেনো আরো বড় সাফল্য অর্জন করতে পারি।
ইউনুছখান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আমিরুল ইসলাম জানান, আমি ও আমাদের কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা কারিকুলামের সাথে শতভাগ সম্পৃক্ত রেখে,মানবিক মূল্যবোধ সম্পন্ন, সচেতন, দায়িত্বশীল সুনাগরিক ও সর্বোপরি আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতা মূলক বিশ্বের সাথে টিকে থাকার চেষ্টা করছি।যারা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় গিয়ে সফলতা অর্জন করেছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।