মুন্সীগঞ্জের লৌহজংয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (১৩-০৩-২০২২) উপজেলার গাঁওদিয়া,বেজগাঁও বৌলতলী, খিদিরপাড়া ও কলমা ইউনিয়নে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমানগনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জাকির হোসেন বেপারী, গাঁওদিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, বৌলতলী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, খিদিরপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,কলমা ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব শেখ, বেজগাঁও ইউপি চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা,বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন শেখ, সাধারণ সম্পাদক আহমেদ বেপারী, গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ এম আজিজুর রহমান, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আকলিমা বেগম ,টিটু শিকদার প্রমুখ।