মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫০ কোটি টাকা মূল্যের আইস উদ্ধার, এ যাবত কালে বাংলাদেশের সব থেকে বড় চালান বলে ধারণা করা হচ্ছে ।
র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ান (র্যাব) এর তথ্য মতে মুন্সীগঞ্জের গজারিয়া কাজীপুরা ফেরিঘাট এলাকায় থেকে ১২ কেজি আইস ও বিদেশি অস্ত্রসহ একজনকে আটক করেছে । উদ্ধার করা আইসের বাজার মূল্য আনুমানিক ১৫০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা আইস পার্শ্ববর্তী দেশ মায়ানমার বা ভারত থেকে টেকনাফ হয়ে বাংলাদেশে আনা হয় যা নৌপথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তা।