লৌহজংয়ে জাতীয় ভোটাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা
লৌহজং প্রতিনিধি
আপডেট সময় :
বুধবার, ২ মার্চ, ২০২২
৮২
বার পঠিত
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৪র্থ জাতীয় ভোটাধিকার দিবস পালন করা হয়েছে । ‘মুজিববর্ষের অঙ্গীকার-রক্ষা করবো ভোটাধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভোটাধিকার দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, নারী ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.রিয়াজ আহমেদ, উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।