মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার সময় টঙ্গীবাড়ি উপজেলার তৈলকাই নতুন মসজিদের সামনে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত দুই নারীর বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেলেও তাদের সঠিক পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের জানান, সকাল ১০টার সময় বালিগাঁও বাজার এলাকা হতে পাশের সিরাজদিখান উপজেলার বালুচর এলাকার দিকে একটি ইট বোঝায় ট্রাক যাচ্ছিল। মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকা হতে একটি সিএনজি দুই নারীসহ এক শিশুকে নিয়ে মাওয়া শিমুলিয়া ঘাট এর দিকে যাচ্ছিল । পথে টঙ্গিবাড়ী উপজেলার তৈলকাই নতুন মসজিদের সামনে ওই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। তবে দুই নারী নিহত হলেও তাদের সাথে থাকা একটি ২ বছরের শিশু প্রাণে বেঁচে যান। প্রত্যক্ষদর্শীরা আরো জানা যায়, সিএনজি চালকের শরীরের তেমন আঘাত লাগেনি।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানা এসআই মোফাজ্জল হোসেন জানান, এখনো নিহত দুই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।