মুন্সীগঞ্জের লৌহজংয়ে হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ৪ ফেব্রুয়ারী ২০২২ সন্ধ্যায় লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো রাশেদের নিজ বাস ভবনে হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.কুদরত খান ইয়েনের সভাপতিত্বে ও হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.রাশেদ। এসময় হলদিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে আলাদা আলাদা কম্বল বিতরণ করা হয়। দুই শতাধিক গরীব ও দুঃস্থ মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।