মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের মা মরহুম বেগম ফজিলাতুন নেছা মহিউদ্দিনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার ৩০ ডিসেম্বর দুপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের ২০টি মাদ্রাসায় কোরআন খতমের আয়োজন করা হয়। পরে মাদ্রাসা গুলোর ৪ হাজার ছাত্রছাত্রী ও স্টাফদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম বেগম ফজিলাতুন নেছার স্বামী মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা,শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল,পৌর-কাউন্সিলর সোহেল রানা রানু প্রমূখ।