মুন্সিগঞ্জের রামপাল কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ বোরাহান উদ্দিন সাহেব ৬ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ১ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। তিনি রামপাল মহাবিদ্যালয়ে ১৯৭২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। রামপাল কলেজের প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। মুন্সীগঞ্জ জেলায় শিক্ষাবিস্তারে তাঁর অসামান্য অবদান রয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফখরুদ্দীন রাযী, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু জাফর, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলার সভাপতি
আফসার উদ্দিন গাজী, সেক্রেটারি মাসুদুল ইসলাম মাসুদ সহ জেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন। তার বর্তমান আবাসস্থল মিরাপাড়া। তার প্রথম জানাযা রামপাল মহা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় পরে নিজ জন্মস্থান মালিগাও এ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে নিউজ বায়ান্ন ২৪ পরিবার গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।