মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে । উপহার হিসেবে শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (০৪জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০০ জন অসহায় কে কম্বল বিতরণ করেন মুন্সিগঞ্জ ২ ( লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।একসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল আউয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, মেদেনীমন্ডল ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন, বেজগাও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক ইকবাল মৃধা, বিএম শোয়েব, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ।