মুন্সীগঞ্জের লৌহজংয়ে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিষেধকের টীকা বুস্টার ডোজের আজ উদ্বোধন করা হয়েছে। করোনা প্রতিষেধক হিসেবে করোনা টীকার দুটি ডোজ নেয়ার পর এই বুস্টার ডোজ নিতে হয়।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি উপস্থিত থেকে বুস্টার ডোজ টীকার কার্যক্রম শুরু করেন । প্রথমে উপজেলার ষাটোর্ধ জনগণ ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই বুস্টার ডোজ টীকার আওতায় আনবে। আজ উদ্বোধনের দিন ১৯ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৪ জন নারী।
ষাটোর্ধ যারা করোনার ২য় ডোজ টীকা নিয়েছে তাদের মোবাইলে মেসেজ চলে যাবে এবং মেসেজের পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বুস্টার ডোজটি নিতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) লৌহজং মো. আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন,সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারি, মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আশরাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই (টীকা) এসএম মিজানুর রহমান, যুবলীগ নেতা শফিকুল ইসলাম মাদবর, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজিব সহ উপজেলার রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য এপর্যন্ত লৌহজং উপজেলায় করোনার ভ্যাক্সিন ১ম ডোজ গ্রহণকারীর সংখ্যা ৮৩৮০২ জন। এদের মধ্যে পুরুষ ৪১৫৫৪ জন ও নারী ৪৫২৪৮ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ৬৭৬৬৫ জন। এদের মধ্যে পুরুষ ৩২৭৪০ ও নারী ৩৪৯৫৫ জন। লৌহজংয়ে এপর্যন্ত অ্যস্ট্রাজেনেকার টীকা গ্রহণ করেছে ৬০০৯৬ জন ও সিনোফার্মার টীকা গ্রহণ করেছেন ৯১৪৭১ জন। এ পর্যন্ত মোট টীকা গ্রহণকারীর সংখ্যা ১৫১৪৬৭ জন।