মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানাড়ী ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। শুক্রবার ২৪ ডিসেম্বর সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত হাসাইল সানরাইজ কিন্ডার গার্ডেন মাঠে বাদল মিঝি স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে প্রায় ১০০০ অসুস্থ ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাদল মিঝি স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান হারুন উর রশীদ বাদল মিঝি।
হাসপাতালের মার্কেটিং বিভাগের শ্যাম সুন্দর বিশ্বাস এর সার্বিক ব্যবস্থাপনায় ও মার্কেটিং অফিসার মোঃ হাবিব ইমন এর সঞ্চালনায় এ সময় মেডিসিন, নাক, কান, গলা, অর্থপেডিক ও গাইনি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আনোয়ার হোসেন হাওলাদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম শেখ,বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মো. রফিকুল ইসলাম সুজন, হাসাইল সানরাইজ কিন্ডার গার্ডেন এর পরিচালক বিদ্যুৎ বেপারি, ফার্মাসিস্ট রুবেল সরদার সহ আরো অনেকে।