বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত তিনটার দিকে বরগুনা গামী এমভি অভিযান-১০ লঞ্চ সুগন্ধা নদীর দিয়াকুল নামক স্থানে আসার পর মধ্যরাতে চলন্ত লঞ্চে হঠাৎ আগুন লেগে যায়। আগুন লাগার সাথে সাথেই ছড়িয়ে পরে পুরো লঞ্চে। আগুনের ভয়াভয়হতা দেখে অনেকেই হুরোহুরি করে এবং আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৩৯ টি দেহ। এসময় নদীতে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান অনেক যাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্র হতে জানা যায়, ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চ সুগন্ধা নদীর দিয়াকুল নামক স্থানে এসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাঝ নদীতে থাকা অবস্থায় আগুন লাগায় পুরো লঞ্চ পুড়ে গেছে। এতে দগ্ধ হয় বহু মানুষ।। আহতদেরকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে ।
ধারণা করা হচ্ছে, লঞ্চের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। যা পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে।লঞ্চে প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ যাত্রী ছিল। আগুন লাগার খবরে সবাই প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়েন। এতে বহু হতাহত হয়েছেন।