চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের অভিযাগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মােহাম্মদ ইব্রাহিম হাসান।
স্থানীয় ওয়ার্ড সদস্য মুনিরুল ইসলাম নিহতের পরিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে আজমতপুর সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে ইব্রাহিম ভারত যাওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হয়। গুলিবিদ্ধ ইব্রাহিমকে বিএসএফ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাে. ফরিদ হােসেন জানান, আজমতপুর সীমান্তে ভারতীয় ভূখন্ডে একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারবে বিজিবি।
অপরদিকে, বিজিবির একটি সূত্র হতে জানা যায় আজমতপুর সীমান্তে চােরাচালান করতে গিয়ে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর জানালেও তার মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেনি। আর এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমাদের কাছে আনুষ্ঠানিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি।