গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানার ইছালী ব্রীজ এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রমজান আলী (৩০) গাজীপুর সিটি করপোরেশনের মেট্রোপলিটন সদর থানাধীন হারিনাল এলাকার আবদুল দাইয়ান ভুঁইয়ার ছেলে। পেশায় অটোরিকশা চালক ছিলেন। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ হোসেন জানান, সকালে ইছালী ব্রিজ এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী।
খবর পেয়ে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।