আফগানিস্তানের জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সহযোগিতার প্রস্তাব করেছে বাংলাদেশ। ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসির বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সহযোগিতার ঘোষণা দিয়েছেন।
আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে পারে বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব।
পাকিস্তানে আয়োজিত এবারের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী, পাকিস্তানের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক।
সূত্রঃBangladesh Military Affairs