নওগাঁর ধামইরহাটে আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার খেলনা ইউপিতে নৌকার মনোনীত প্রার্থী মো. নাজমুল হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় খেলনা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।এসময় খেলনা ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক এমএম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, রেজাউল কবীর বালু বাবু, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. মিল্টন, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, মহিলা আ.লীগ নেত্রী মুক্তা, গীতা রাণীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।চেয়ারম্যান প্রার্থী মো. নাজমুল হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে ভালোবেসে মনোনয়ন দিয়েছেন। আশা করছি আমি আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে পারব।