মুন্সীগঞ্জের লৌহজংয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাঁকজঁমকভাবে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৫০ বার তোপধ্বনি, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি-বেসরকারি, আধা সরকারি এবং স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদের মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, বিভিন্ন প্রদর্শনী, শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের ক্রীড়া অনুষ্ঠান,
উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং বিভিন্ন উপাসনালয়, হাসপাতাল, এতিমখানা ও থানা হাজতখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়,
এরপর উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষের শপথ বাক্য পাঠ করানো হয়। সর্বশেষ বড়ো পর্দায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপজেলা পরিষদের আয়োজন পরিসমাপ্তি হয়।
উল্লেখ্য শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।