মুন্সীগঞ্জে আন্তঃজেলা কাবাডিতে গজারিয়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডিআইজি ঢাকা রেঞ্জ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম-(বার) এর নির্দেশনায় এবং মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন পিপিএম ও গজারিয়া থানার অফিসার ইনচর্জ জনাব মোঃরইছ উদ্দিনের পৃষ্ঠ-পোষকতায় মুন্সীগঞ্জ জেলার ০৬টি উপজেলার মধ্যে আন্তজেলা কাবাডি প্রতিযোগীতার আয়োজন করেন। বুধবার ১৫ ডিসেম্বর এ আয়োজন করা হয়। উক্ত আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতায় গজারিয়া উপজেলার কাবাডি দল চ্যাম্পিয়ান হয়েছে। গজারিয়া উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সকলকে অভিনন্দন জানান।