আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিদ্যুৎ আলম মোড়লের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার পর কনকসার ইউনিয়নের কাহেতারায় হাজী মো.বাবু চৌধুরীর সভাপতিত্বে ও মো. মিরাজের সঞ্চালনায় স্বতন্ত্র আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মো.বিদ্যুৎ আলম মোড়ল দলমত নির্বিশেষে সকলের কাছে ভোট দোয়া ও সমর্থন চান। এসময় আরও উপস্থিত ছিলেন মো.মনির হোসেন মোড়ল (মাস্টার), হাজী জয়নাল বেপারী,হাজী মো. জব্বর বেপারী,মো. শাহ আলম বেপারী,মো. আনসার আলী,শামসুল আলম,মো.সেন্টু,মো. আনসার আলী,কাশেম বেপারী,মো. ফিজ্জু,মো. সেকেন্দার সহ স্থানীয় মহিলা ও পুরুষ ভোটাররা।