আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. তোফাজ্জল হোসেনের পরিচিতি সভা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় নৌকা মার্কার প্রার্থী মো তোফাজ্জল হোসেন ভোটারদের কাছে ভোট দোয়া ও সমর্থন চান। ভোটারদের সাথে কুশলাদি বিনিময়ের পরে বৌলতলী বাজারে নৌকার নির্বাচনী ক্যাম্প দোয়া ও মিলাদের মাধ্যমে উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন বেপারী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদীন হাওলাদার, বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন বেপারী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা আলম খান,বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক এসকে লেলিন, মুরাদ হোসেন বেপারী, বৌলতলী ইউনিয়ন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মনির তালুকদার ও সাধারণ সম্পাদক জসিম মৃধা,আওয়ামী নেতা রব বেপারী,লিটন বেপারী,সেলিম সরদার, উপজেলা আওয়ামী ছাত্রলীগের সাবেক উপ সমাজসেবা সম্পাদক মো.সফি বেপারী সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। #