
মুন্সীগঞ্জে লৌহজং উপজেলায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিমানে” এ প্রতিপাদ্য নিয়ে ৯ মে হইতে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ মে) সকাল ১১ টায় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার মোঃ বাহাউদ্দিন সহ উপজেলার ও পরিবার পরিকল্পনার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুসহ সকল মানুষের পুষ্টির স্তর উন্নয়ন করা, সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
Leave a Reply