1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

বিএনপির সাবেক এমপি আব্দুল ওহাবের “বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে” যোগদানের কথা অস্বীকার করে বিবৃতি

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলে যোগদান করার খবর অস্বীকার করেছেন। তিনি দাবী করেছেন “আমি বিএনপিতেই আছি, বিএনপিতেই থাকবো। বিএনএম দলে আমি যোগদান করিনি। আমি এ পর্যন্ত বিএনপিতে আছি। আগামীতেও থাকবো। এ নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।

সাংবাদিকদের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতি সাবেক এই সাংসদ দাবী করেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মায়ের মতো। তিনি আমাদের সন্তানের মতো স্নেহ করেন। কাজেই বিএনপি থেকে অন্য দলে যোগদানের প্রশ্নই ওঠে না। যারা এমন খবর প্রচার করেছে তা ডাহা মিথ্যা, বানোয়াট ও সাজানো।

তিনি আরো দাবী করেন, গত ২০ নভেম্বর মামলার কাজে নবগঠিত বিএনএম এর মহাসচিব এ্যাড শাহজাহানের কাছে যাই। সেখানে গিয়ে দেখি অনুষ্ঠান হচ্ছে। আমি সেখানে কিছুক্ষন বসি। যেহেতু তিনি আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন এবং নাম জানেন সে কারণে যোগদানের অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আমার নামটিও ঘোষনা করেন। প্রকৃত পক্ষে আমি ওই দলে যোগদানও করি নাই, মনোনয়নপত্রও গ্রহন করিনি”। তবে এই বিবৃতির বিষয়ে আব্দুল ওহাবের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © 2023 নিউজ বায়ান্ন ২৪

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park